নওগাঁ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পোরশা উপজেলায় সাপের কামড়ে আব্দুর রহিম (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহমুদুল্লাহ (১০) নামের অপর এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালা শহীদ হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম উপজেলার নিতপুর ইউনিয়নের বালা শহীদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আর আহত শিক্ষার্থী মাহমুদুল্লাহ একই গ্রামের গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, উপজেলার বালা শহীদ হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা করে আসছে ওই দুই শিক্ষার্থী। সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে মাদরাসার শয়ন কক্ষে সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে সাপ কামড় দিলে তারা অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর রাতে আব্দুর রহিম মারা যায়। আর অপর শিশু শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।