ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১
৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

ফেনী, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার জিমরান মোহাম্মদ সায়েক আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লক্ষীপুরের আবদুল মালেকের ছেলে মো: সেকান্দর (৩৭), নারায়নগঞ্জের মুনাফ মোল্লার ছেলে আবুল হোসেন (৪৮) ও শান্তি কোম্পানি রোডের শাহাজানের ছেলে আলী আজগর (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে গাঁজাসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের ৭ দিন করে কারাদণ্ড দেয় ও জরিমানা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, কারাদণ্ড প্রাপ্তরা দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বজলুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
১০