সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩
প্রতারণার অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড । ছবি: বাসস

সাতক্ষীরা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরায় পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা অভিযোগে আব্দুস সামাদ (৫২) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 
আব্দুস সামাদ সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার পর আব্দুস সামাদ বেশ কয়েকজন প্রার্থীর কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সামাদকে সঙ্গীতা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাকে পেনাল কোড ১৮৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
১০