//রেজাউল করিম মানিক//
রংপুর, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ( বাসস):জেলার পীরগঞ্জ পৌরসভায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি পাম্প নষ্ট হয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পৌর এলাকার প্রায় ১৫ হাজার বাসিন্দা।
ফলে প্রতিদিন পৌরবাসীকে বিশুদ্ধ পানি কিনতে টাকা ব্যয় করতে হচ্ছে। আর অসচ্ছলরা বিশুদ্ধ পানি কিনতে না পারায় পানিবাহিত নানান রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিগত সরকারের মেয়র পালিয়ে গেলে পৌর নির্বাহী কর্মকর্তা কোনো পদক্ষেপ না নিয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে ‘পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থা উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় ২০ কোটি টাকা ব্যয়ে পীরগঞ্জ পৌরসভায় ৩টি পাম্প বসানো হয়। সেই পাম্প তিনটি গত ১৫ দিন আগে নষ্ট হয়ে যায়। পৌরসভার পক্ষ থেকে পাম্প গুলি মেরামতের উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।
পলাতক মেয়র তাজিমুল ইসলাম শামীম ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আল মামুন ওই প্রকল্প থেকে অনৈতিকভাবে আর্থিক সুবিধা নেয়ায় প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতি হয় বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালে পৌর এলাকার ওসমানপুর মৌজার পীরগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে সাবেক কাউন্সিলর সাহেব আলীর জমিতে, সোনাকান্তর মৌজায় লাল মিয়ার জমিতে এবং গাড়াবেড় জামে মসজিদের সামনে এই তিনটি স্থানে পানির পাম্প স্থাপন করা হয়।গত আগস্টের ২৭ তারিখ থেকে হঠাৎ পানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে পানি না থাকায় নিত্যপ্রয়োজনীয় কাজে মারাত্মক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
বাসিন্দারা জানান, পৌরসভা কর্তৃপক্ষ পানি সরবরাহ না করায় রান্না, খাওয়া ও দৈনন্দিন কাজে তীব্র ভোগান্তি তৈরি হয়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে দোকান থেকে অতিরিক্ত দামে বোতলজাত পানি কিনে ব্যবহার করছেন।
পৌরসভার ৪, ৮ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতিদিন গড়ে ৫০-৬০ টাকা খরচ করে পানি কিনতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম জানান, পাম্পগুলোর কয়েকটি স্থানে ফুটো হয়ে গেছে এজন্য পানি সরবরাহ বন্ধ রয়েছে । এছাড়া পৌরবাসী পানির বিল না দেওয়ায় সেগুলো মেরামত করতে পারছি না । তবে চেষ্টা করছি দ্রুতই পানি সরবরাহ স্বাভাবিক হবে।