খুলনা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা মহানগরীর একটি ক্লিনিক থেকে চারদিনের নবজাতক চুরির ঘটনা ঘটে। তবে ৬ ঘণ্টা পর মহানগরীর রূপসা ইস্পাহানী গলি থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।
সোমবার চুরি যাওয়া নবজাতক ফিরে পেয়ে আনন্দঅশ্রুতে আপ্লুত হন মা-বাবা ও স্বজনরা। এর আগে মহানগরীর ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে নবজাতককে চুরি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, নবজাতক চুরির পর সাঁড়াশি অভিযানে নগরীর রূপসা ট্রাফিক মোড়ের অদূরে ইস্পাহানী গলি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ বলেন, সিসি টিভি ফুটেজে দেখে সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশের ত্বরিত অভিযানে দ্রুত নবজাতককে উদ্ধার করা সম্ভব হল।
এর আগে দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতটি চুরি হয়।
নবজাতকের মা ফারজানা আক্তার জানান, বাগেরহাটের মোংলার সিগন্যাল রোডের বাসিন্দা স্বামী সুজন মিয়াকে নিয়ে সন্তান ডেলিভারির জন্য তারা ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। চারদিন আগে তার ছেলে সন্তান হয়। সোমবার বেলা সাড়ে ১১ টায় তিনি ঘুমিয়ে পড়েন। সাড়ে ১২ টার দিকে ঘুম থেকে জেগে তিনি নবজাতককে না পেয়ে চিৎকার শুরু করেন। ক্লিনিকের তৃতীয় তলার একটি রুমে তিনি চিকিৎসাধীন ছিলেন।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে এক শিশুকে ঢেকে নিয়ে নেমে যায়। ওই নারী কাকে নিয়ে যাচ্ছে সেটি স্পষ্ট না হলেও তাদের সন্দেহের তীর ছিল ওই নারীর দিকে।
নবজাতকের মা-বাবা জানান, তাদের আগের ২টি সন্তান মারা গেছে। এবার আল্লাহ একটি ছেলে দিয়েছে। সেটিও চোরে নিয়ে যায়। তবে, বুকের ধন ফিরে পেয়ে তারা আনন্দে আপ্লুত।