নওগাঁয় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১১:২১
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার দিয়ে সহযোগিতা করা হয়। ছবি: বাসস

নওগাঁ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলার ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রায় আধা ঘণ্টার এ ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পত্নীতলা উপজেলায়। ঘটনার পর থেকে পত্নীতলা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনার পরদিন গতকাল রোববার দুর্গত এলাকা পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাস কর্ম কর্তা আাশিকুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। পরে  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার দিয়ে সহযোগিতা করা হয়। তবে এই ঝড়ের সার্বিক ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

ঝড়ের পর থেকে মানুষ রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পত্নীতলা উপজেলার ভাবিচা, দোচাই, যুগীবাড়ি, রঘুনাথপুরসহ প্রায় ২০ টি গ্রাম। পত্নীতলা পল্লি বিদ্যুৎ রিজিয়ন ২ এর আওতায় ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে এবং তার ছিঁড়ে যায়। এতে ঝড়ের পর থেকে ৩০ টি গ্রামের ৯ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে।

জানা যায়, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ মেরামতে কাজ করা হচ্ছে।

জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫১ কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২০ মিলিমিটার।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আকস্মিক আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। ঘরের টিন উড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে ঘরে থাকা চাল, ডাল ও আসবাব নষ্ট হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা ও পেঁপে বাগানের। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। কৃষকদের এই আকস্মিক ক্ষতি কাটিয়ে উঠতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। 

উপজেলার ভাবিচা গ্রামের রেজাউল করিম বাবু বাসসকে বলেন, এমন ঝড়বৃষ্টি আগে কখনো দেখিনি। প্রায় ২০ মিনিটের মতো ঝড়ে বারান্দার টিনের চাল উড়ে যায়। সকালে সেগুলো মেরামত করা হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং তারগুলো ছিঁড়ে যায়। ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎ আসেনি। ফোনের চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে। কোথাও যোগাযোগ করা যাচ্ছে না।

একই গ্রামের জামাল উদ্দিন বলেন, ঝড়ে বাড়ির চারটি ঘরের টিন উড়ে যাওয়ার পর চাল-ডাল ও ধান এবং জামা-কাপড় যা আছে সব ভিজে গেছে। টিন উড়ে যাওয়ার পর কিছু পাওয়া গেছে। আরও ৫ হাজার টাকার নতুন টিন কিনে এনে সকাল থেকে দুপুর পর্যন্ত চাল মেরামত করা হয়েছে।

খিরসিন গ্রামের কলাচাষী ফজর উদ্দিন বলেন, ১০ কাঠা জমির কলাবাগানের সবগুলো গাছ ভেঙে মাটিতে শুয়ে পড়েছে। অধিকাংশ গাছে কাঁদি আসছিল। এরমধ্যে ২০ পিস পরিপক্ব হওয়ায় সেগুলো বিক্রি করা হয়। বাকী অপরিপক্ব কাঁদি জমিতে পড়ে আছে। তিনি বলেন, ঝড়ে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে অনেক ধানের জমিও নষ্ট হয়েছে।

দোচাই গ্রামের দিনমজুর পল্লব বলেন, ঝড়ের সময় বাড়িতে ছিলাম না। এসময় স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলো। ঝড়ে ঘরের বাঁশ ভেঙে স্ত্রীর পায়ের ওপর পড়ায় তিনি আহত হন। কিছু টিন উড়ে চলে যাওয়ায় পাওয়া যায়নি। গতকাল দুপুরে উপজেলা থেকে এক বস্তা শুকনা খাবার দিয়েছে।

পত্নীতলা উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন বলেন, ঝড়ে উপজেলার ৪০ হেক্টর জমির কলা ও পেঁপে বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। যা টাকার অঙ্কে প্রায় সাড়ে ৩ কোটি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে ক্ষতি নিরূপণে আগামীতে প্রণোদনা দিয়ে সহযোগিতা প্রদান করা হবে। 

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক শুকনা খাবার দিয়ে সহযোগিতা করা হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। যাদের টিন উড়ে গেছে তাদের টিন দিয়ে সহযোগিতা করা হবে। পর্যাপ্ত পরিমাণ টিন মজুত রয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে ৫টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
ব্যবসায়ী হত্যা মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ডে
বান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়ে : উৎসব শুরু
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
যৌন হয়রানি রোধে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ
১০