ট্রাম্পের হোটেলের কাছে সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত ১

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:২২ আপডেট: : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন লাস ভেগাসে একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে অন্তত ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। পুলিশ বুধবার এ কথা জানিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণ এবং নিউ অরলিন্সে বুধবার প্রথম প্রহরে নববর্ষ উদযাপনকারীদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি-না কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।  ঐ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে এএফপি আজ এই খবর জানায়।

বাইডেন বলেছেন, এখনো পর্যন্ত কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। এফবিআই এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বলেছে, তাদের ধারণা টেসলা বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা তারা তা তদন্ত করে দেখবে।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, ‘শক্তিশালী বিস্ফোরণের আগে ট্রাম্পের সমর্থক ইলন মাস্কের কোম্পানির একটি বৈদ্যুতিক গাড়িকে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের দরজার প্রবেশ পথের দিকে টেনে নিয়ে যেতে দেখা গেছে।’

ভিডিও ফুটেজে দেখা গেছে, আতশবাজির মতো ছোট ছোট বিস্ফোরণের আগে ইস্পাতের তৈরি একটি ট্রাককে হোটেলের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ম্যাকমাহিল বলেছেন, ‘বিস্ফোরণে সাইবার ট্রাকের ভিতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে’। এছাড়া সাতজন সামান্য আহত হয়েছে। তিনি বলেছেন, হোটেল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি পরে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ট্রাকের পিছনে পেট্রল ও ক্যাম্পিং জ্বালানি এবং ক্যানিস্টারের পাশাপাশি ‘বিপুল পরিমাণ আতশবাজি’ ছিল।

ম্যাকমাহিল আরো বলেছেন, আসলে এটা ছিল একটি সাইবার ট্রাক। ‘বিস্ফোরণে ক্ষতিও হয়েছে সীমিত কারণ, ট্রাকের ভিতরেই বিস্ফোরণ হয়েছিল’ এবং হোটেলের কাঁেচর দরজারও কেনো ক্ষতি হয়নি। মাত্র কয়েক ফুট দূরে বিস্ফোরণে হোটেলের কোনো কিছু ভেঙ্গে পড়েনি।

এদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, নিউ অরলিন্সের ঘটনার সাথে সম্ভাব্য কোনো যোগসূত্র আছে কিনা কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখবে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০