অন্তর্বর্তী সরকারের সময়ে মৃত গরু পড়ে থাকার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:২৪

ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সম্প্রতি ‘ডক্টর ইউনুস এক দুর্বৃত্তের নাম সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না’ শীর্ষক একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত  নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়৷ উক্ত পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ০২ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ঘটে৷ গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিলো এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পাশ্ববর্তী বাদশা মোল্লার বাড়ীর পাশে রেখে যাওয়া হয়৷

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এই বিষয়ে একই তথ্য জানা যায়।

উক্ত পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সাথে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শুনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করে মিথ্যা ও  বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০