অন্তর্বর্তী সরকারের সময়ে মৃত গরু পড়ে থাকার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:২৪

ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সম্প্রতি ‘ডক্টর ইউনুস এক দুর্বৃত্তের নাম সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না’ শীর্ষক একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত  নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়৷ উক্ত পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ০২ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ঘটে৷ গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিলো এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পাশ্ববর্তী বাদশা মোল্লার বাড়ীর পাশে রেখে যাওয়া হয়৷

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এই বিষয়ে একই তথ্য জানা যায়।

উক্ত পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সাথে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শুনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করে মিথ্যা ও  বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা মা সম্মাননা পেলেন ৩১ মা
বিশ্বে বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের এক অনন্য উদাহরণ : বাণিজ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত
ঢাকার ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য নিরাপদ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
সবার জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল
বঙ্গোপসাগরকে প্লাস্টিক দূষণ থেকে মুক্ত করতে উদ্যোগ গ্রহণ
সিলেটে ৬ ডাকাত সদস্য গ্রেফতার
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
চীনা আধুনিকীকরণ বাংলাদেশের জন্য অনুকরণীয় নজির হতে পারে : রাষ্ট্রদূত
১০