দক্ষিণ কোরিয়ার বন্দর নগরীতে অগ্নিকাণ্ডে ৪ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৩

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানের এক হোটেলে শুক্রবার অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছে।

ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাত দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ১১টার (গ্রিনীচ মান সময় ০২০০ টায়) কিছু আগে ব্যানিয়ান ট্রি হোটেলের একটি নির্মাণস্থলে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেই সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন।

ন্যাশনাল ফায়ার এজেন্সির একজন কর্মকর্তা এএফপিকে জানান, তাদের মধ্যে ছয়জন ‘হৃদরোগে’ আক্রান্ত হয়। এখন পর্যন্ত তাদের মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তা আরো জানান, আরো চারজন আহত হয়েছেন। আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি।

অগ্নিনির্বাপক বিভাগ সাংবাদিকদের জানান, নির্মাণস্থলের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা সেখানে নিরোধক উপকরণ মজুত রেখেছিল।

অর্থ মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ‘আগুন নেভানোর জন্য সমস্ত কর্মী এবং সরঞ্জাম সম্পূর্ণরূপে একত্রিত করার’ নির্দেশ দিয়েছেন।’ 

চোই বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হতাহত রোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত, পাশাপাশি অগ্নিনির্বাপকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।’

গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানে আগুন লাগার কয়েক সপ্তাহ পরে এই ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার ১৭৬ জন সরিয়ে নেওয়া হয় এবং এতে সাতজন আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০