আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে: স্থানীয় সরকার উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর বিজয় সরণি নভো থিয়েটারের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা আশা করছি দ্রুত সুফল পাওয়া যাবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তাঁরা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন। ঢাকায় মোট ৬৫টি চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অপরাধ যে কখনো ছিল না, বিষয়টি তা নয়। আগেও অপরাধ হতো তবে এতটা প্রচার হতো না। এখন ছিনতাইয়ের ঘটনা মানুষ প্রতিহত না করে ভিডিও করছে।

তিনি সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ল’ রিপোর্টিংয়ের মাধ্যমে দেশবাসী আইন অঙ্গন সম্পর্কে জানতে পারে: অ্যাটর্নি জেনারেল
প্রতিরক্ষা সচিবের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে প্রতারণা সম্পর্কে সতর্কীকরণ
চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা পণ্য সরাতে কাস্টমসে বিশেষ কমিটি গঠন
১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রাকিটিচ
মড্রিচের মিলানে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করলেন আলেগ্রি
কুশলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিল শ্রীলংকা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৫
থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জে দেশসেরা খুবি
১০