জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দু’জনকে জীবিত উদ্ধার

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫
রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে লাগা আগুন ঘন্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৭ পুরান পল্টন কালভার্ট রোডের জামান টাওয়ারের চতুর্থ  ও পঞ্চম তলায় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। 

তিনি বলেন, ভবনটি থেকে আমরা দু’জনকে জীবিত উদ্ধার করেছি।

তিনি জানান, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে  ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। 

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি তিনি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০