সংসদের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

বাসস
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫ আপডেট: : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫
জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু। ছবি: বাসস

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৪টার পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়।

এরপর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া শুরু হয়। অনুষ্ঠানস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন।

এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পতাকা হাতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে তাদের মধ্যে এক ধরণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এই আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ,  ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। 

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ গ্রহণ করেছেন এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
যশোরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১০