দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৬:৩৪ আপডেট: : ০২ এপ্রিল ২০২৫, ১৬:৫৪
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

ঢাকা, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি এবং এ ধরনের কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিল না। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক যা আরো উন্নতির অবকাশ রয়েছে। এটাকে আস্তে আস্তে আরো ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর বেশ কয়েকটি থানা ভাড়া ভবনে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে একদিকে যেমন জনগণের সমস্যা হচ্ছে, অন্যদিকে থানাগুলোও কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারছে না।

চৌধুরী বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব থানাগুলোকে নিজস্ব জায়গায় ভবন নির্মাণপূর্বক স্থানান্তরের চেষ্টা করছি। ভালো জায়গায় থানা হলে জনগণের যেমন সুবিধা হবে, তেমনি থানাগুলো আরো সক্রিয় হবে ও কার্যক্রম চালাতে সুবিধা হবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবাই কিন্তু ছুটিতে আছে। একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। জনগণের জানমাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তা বিধানে তারা নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি বলেন, সাধারণ জনগণ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সক্রিয় রয়েছে।

এসময় উপদেষ্টা আরো জানান, কোনো নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি এটাও নির্দেশনা দেয়া হয়েছে যেন কোনো সন্ত্রাসী ও অপরাধী ছাড় না পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
দেশের শীর্ষ ১০ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
১০