বাংলাদেশি স্টার্টআপ শপআপ ১১০ মিলিয়ন অর্থায়ন সংগ্রহ করেছে

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:২৫

ঢাকা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস): বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপ। প্রতিষ্ঠানটি ১১০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সংগ্রহের পাশাপাশি সৌদি আরব-ভিত্তিক বিটুবি পরিসেবা ও মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম সেরের সঙ্গে কৌশলগতভাবে একীভূত হয়েছে। সেরে বর্তমানে মধ্যপ্রাচ্য (জিসিসি) অঞ্চলে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় একথা জানায়।

এটি বাংলাদেশের কোনো স্টার্টআপের পক্ষে এখন পর্যন্ত অর্জিত অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থায়ন সংগ্রহের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই মুহূর্তটি শুধুমাত্র একটি অর্থায়নের খবর নয়—এটি স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে যে, বাংলাদেশের স্টার্টআপগুলো এখন বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান নিতে প্রস্তুত।

এই গতিকে ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক এক যুগান্তকারী স্টার্টআপ অর্থায়ন উদ্যোগ ৮০০ কোটি টাকা (প্রায় ৬৬ মিলিয়ন ডলার) ইক্যুইটি ফান্ড এবং ৪০০ কোটি টাকা (প্রায় ৩৩ মিলিয়ন) ঋণ সহায়তা ঘোষণা করেছে। 

এই তহবিলটি প্রারম্ভিক ও বিকাশধর্মী পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে, যা স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবন, প্রসার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সক্ষম করে তুলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ
১০