বাংলাদেশকে ২০০ মিলিয়ন ইউরো দেবে ফ্রান্স

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৩৬
সায়দাবাদ পানি শোধনাগার। ছবি: এএফডি

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা ওয়াসার ‘সায়েদাবাদ পানি শোধনাগার তৃতীয় পর্যায়’ প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ও ফ্রান্সের মধ্যে বুধবার ২০০ মিলিয়ন ইউরো অর্থায়নের একটি ঋণ চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এজেন্সি ফ্রান্সিজ ডি ডেভেলপমেন্টে’র (এএফডি) কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা রাজধানীর ইআরডি’তে বাংলাদেশ ও ফ্রান্সের পক্ষে ঋণ চুক্তিতে সই করেন।

ইআরডি, এলজিডি এবং ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

ঋণের উদ্দেশ্য হলো ঢাকা শহরে টেকসই ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। এএফডি’র  বর্তমান ঋণ সহায়তার আওতায় ঢাকা শহরে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর পরিবর্তে মেঘনার হারিয়া পয়েন্ট থেকে পানি উত্তোলনপূর্বক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সাহায্যে বিশুদ্ধকরণের মাধ্যমে তা ঢাকায় সরবরাহ হবে। 
এক্ষেত্রে পানি উত্তোলনের অবকাঠামোসহ পাম্পহাউজ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও সরবরাহ লাইন নির্মাণে এই অর্থ ব্যয় হবে। একইসঙ্গে বর্তমানে অব্যাহত ট্রিটমেন্ট প্লান্টও এক্ষেত্রে ব্যবহৃত হবে। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে সরবরাহকৃত বিশুদ্ধ পানির সাথে দৈনিক ৪৫০ মিলিয়ন লিটার অতিরিক্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। 

ঋণের সুদের হার ১ দশমিক ৭৭ শতাংশ এবং নির্দেশক স্থির হারে ইউরো ৬ এম-৯৯বিপি, যেখানে গ্রেস পিরিয়ড পাঁচ বছর এবং পরিশোধের সময়কাল ১৫ বছর। অনুদানের পরিমাণ ২৫ দশমিক ১৯ শতাংশ।

এএফডি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এটি ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে। এই পর্যন্ত এএফডি বাংলাদেশে সরকারি খাতে ২ হাজার ৬৪৩ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন সহায়তা প্রদান করেছে। এরমধ্যে বাজেট সাপোর্ট হিসেবে ৬৫০ মিলিয়ন ইউরো প্রদান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০