তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে : তথ্য সচিব

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৬:৫৯ আপডেট: : ০৩ জুন ২০২৫, ১৮:২৯
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনের ডিপিএফ অডিটোরিয়ামে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : পিআইডি

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। 

তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে মন্ত্রণালয়ের একটি শক্ত সেতুবন্ধন রয়েছে।

আজ রাজধানীর তথ্য ভবনের ডিপিএফ অডিটোরিয়ামে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সচিব বলেন, ‘কিছু পত্রিকায় এমন কিছু সংবাদ প্রকাশিত হয়, যা যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।’

তিনি আরো বলেন, সাংবাদিকদের উচিত হবে, তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকতার কিছু নৈতিক নির্দেশনা বা কোড অব কন্ডাক্ট রয়েছে— তা অনুসরণ করে চললে, সবার মঙ্গল হবে। এতে সমাজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে না।

মাহবুবা ফারজানা বলেন, আমরা একটি রূপান্তরের সময় পার করছি। আমাদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এ সময়টাকে মোকাবিলা করতে হবে। তিন বলেন, ‘এই সময়ে সাংবাদিক ভাই-বোনেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন।’

বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে’র সহ-সভাপতি খায়রুল বাশার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত প্রমুখ।

অনুষ্ঠানে ১ কোটি ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে মির্জা ফখরুল
টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
সারাদেশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
১০