পুশ-ইন ইস্যুতে নয়াদিল্লিকে নতুন করে নোট পাঠাবে ঢাকা : তৌহিদ

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২০:৫৪
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ বলেছেন, সীমান্তের ওপার থেকে পুশ-ইন অব্যাহত থাকার ঘটনায় বাংলাদেশ শীঘ্রই ভারতকে আরেকটি নতুন ও বাস্তবসম্মত কূটনৈতিক নোট পাঠিয়ে নয়াদিল্লিকে এই ধরনের বিষয়গুলি সমাধানের জন্য নির্ধারিত ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেবে।

উপদেষ্টা আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "আমরা আজ অথবা আগামীকাল তাদের একটি নতুন চিঠি (কূটনৈতিক নোট) দেব। আমরা তাদের একটি বাস্তবসম্মত চিঠি দেব।" 

চিঠির ভাষা নরম হবে নাকি প্রতিবাদমূলক নোট আকারে কড়া হবে জানতে চাইলে তিনি বলেন, "বিষয়টি কীভাবে দেখা হচ্ছে তার উপর নির্ভর করে।"

উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিদ্যমান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশি নাগরিক বলে দাবি করে কিছু ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে এবং বাংলাদেশ যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে কিছু লোককে গ্রহণ করেছে। 
বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে হোসেন বলেন, প্রতিটি বিষয় পৃথকভাবে পরীক্ষা করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি জাতীয়তার প্রমাণ থাকলেই কেবল তাদের গ্রহণ করা হবে।

তিনি বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে, পুশ-ইন করার ঘটনা ঘটছে। 

হোসেন এই ধরনের বিষয়গুলিকে কাঠামোগত এবং আইনানুগভাবে মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত কনস্যুলার প্রক্রিয়া ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

তিনি আরও বলেন, "কনস্যুলার বিষয়গুলির একটি প্রক্রিয়া রয়েছে এবং এই প্রক্রিয়া ব্যবহার করে, ঢাকা এ বিষয়টিকে নির্ধারিত নিয়মের আওতায় আনার চেষ্টা করছে।" 

অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০