পুশ-ইন ইস্যুতে নয়াদিল্লিকে নতুন করে নোট পাঠাবে ঢাকা : তৌহিদ

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২০:৫৪
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ বলেছেন, সীমান্তের ওপার থেকে পুশ-ইন অব্যাহত থাকার ঘটনায় বাংলাদেশ শীঘ্রই ভারতকে আরেকটি নতুন ও বাস্তবসম্মত কূটনৈতিক নোট পাঠিয়ে নয়াদিল্লিকে এই ধরনের বিষয়গুলি সমাধানের জন্য নির্ধারিত ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেবে।

উপদেষ্টা আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "আমরা আজ অথবা আগামীকাল তাদের একটি নতুন চিঠি (কূটনৈতিক নোট) দেব। আমরা তাদের একটি বাস্তবসম্মত চিঠি দেব।" 

চিঠির ভাষা নরম হবে নাকি প্রতিবাদমূলক নোট আকারে কড়া হবে জানতে চাইলে তিনি বলেন, "বিষয়টি কীভাবে দেখা হচ্ছে তার উপর নির্ভর করে।"

উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিদ্যমান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশি নাগরিক বলে দাবি করে কিছু ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে এবং বাংলাদেশ যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে কিছু লোককে গ্রহণ করেছে। 
বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে হোসেন বলেন, প্রতিটি বিষয় পৃথকভাবে পরীক্ষা করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি জাতীয়তার প্রমাণ থাকলেই কেবল তাদের গ্রহণ করা হবে।

তিনি বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে, পুশ-ইন করার ঘটনা ঘটছে। 

হোসেন এই ধরনের বিষয়গুলিকে কাঠামোগত এবং আইনানুগভাবে মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত কনস্যুলার প্রক্রিয়া ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

তিনি আরও বলেন, "কনস্যুলার বিষয়গুলির একটি প্রক্রিয়া রয়েছে এবং এই প্রক্রিয়া ব্যবহার করে, ঢাকা এ বিষয়টিকে নির্ধারিত নিয়মের আওতায় আনার চেষ্টা করছে।" 

অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০