হজের আনুষ্ঠানিকতা শুরু: হজযাত্রীদের মিনায় অবস্থান আজ

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:১৮

ঢাকা, ০৪ জুন, ২০২৫ (বাসস): পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ হজযাত্রী। তারা আজ বুধবার ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করবেন। গতকাল মঙ্গলবার থেকেই অনেকে মিনায় যাওয়া শুরু করেছেন। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে  পবিত্র হজের কার্যক্রম।

আগামীকাল বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা। হজের অংশ হিসেবে হজযাত্রীরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে।

নিয়ম অনুযায়ী, গতকাল (সৌদি সময় অনুযায়ী ৭ জিলহজ) সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হন হজযাত্রীরা। তাদের পরনে সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড়। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন করাও সুন্নত। তাই হাজীদের সবার জন্য আলাদা তাঁবু স্থাপন করা হয়েছে। সেখানে তারা তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থেকে সারাদিন অবস্থান করবেন।

আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হজযাত্রীরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনাসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম সম্পন্ন হবে। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের আবশ্যিক বিধান।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন ৮৭ হাজার ১৫৭ জন। গত ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে বিএনপি নেতা আফসার হোসেন আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল
রাজশাহীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাটে সাহিত্য সভা
চট্টগ্রামে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ
যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে ৪শ’ জনের বেশি গ্রেফতার 
বদরুদ্দীন উমর আর নেই
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলায় নিহত অন্তত ২ 
ঈদে মিলাদুন্নবীতে বাগেরহাটে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন
মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
১০