জোরপূর্বক গুমের ক্ষেত্রে র‌্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে : প্রেস সচিব

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৭:০৫ আপডেট: : ০৪ জুন ২০২৫, ২০:৩১
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: পিআইডি

 

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখা জোরপূর্বক গুমের ঘটনাগুলোতে একটি হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে।

তিনি আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় ইন্টেরিম রিপোর্টের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কমিশনের পক্ষ থেকে আজ প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

শফিকুল আলম বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কীভাবে মানুষকে গুম করা হয়েছে এবং শেখ হাসিনা সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের কতজনকে হত্যা করা হয়েছে।

গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ পর্যন্ত প্রায় ১,৩৫০টি গুমের ঘটনা চিহ্নিত করেছে এবং প্রতিদিনই নতুন নতুন ঘটনা তারা খুঁজে পাচ্ছেন বলে জানান তিনি।

প্রেস সচিব আরও জানান, কমিশন ১,৩৫০টি গুমের মামলা পর্যালোচনা করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : আতিকুর রহমান রুমন
শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা 
সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ওলামা-মাশায়েখদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে : সপু
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাতিরঝিল থানার বিটিসিএল কলোনি এলাকায় মশক নিধন কর্মসূচি
সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার
দিনাজপুরে মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার
মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন, অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড
১০