ট্রেনের ছাদে উঠে কেউ ভ্রমণ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৯:৫২
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। ছাদে ভ্রমণ কোনোভাবেই মেনে নেয়া হবে না।’

ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে রেলওয়ের টিকিটের কালোবাজারি প্রায় নেই বললেই চলে।

তিনি বলেন, ‘রেলওয়ের টিকিট কালোবাজারির অভিযোগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।’

তবে কোথাও কালোবাজারি থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর।

তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। এখন পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে ৩১টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে চার-পাঁচটি ট্রেন মাত্র পাঁচ থেকে ছয় মিনিট দেরিতে ছেড়েছে।’

তিনি আরও জানান, আজকের মধ্যে আরও ৩৫টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
পল্টনে ২৮ অক্টোবরের লগি-বৈঠার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে : মাহফুজুর রহমান
১০