জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে : তথ্য সচিব

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ২০:১৯
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ফাইল ছবি

ঢাকা, ৪ জুন, ২০২৫(বাসস): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। 

আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের চার দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সচিব এ কথা বলেন।

আইন ও বিধিমালা মেনে দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনের মধ্যে থেকেই নবীন কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নৈতিকতা ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে। 

সচিব বলেন, সরকারি কর্মচারী হিসেবে জনগণের কল্যাণে কাজ করা, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ ও ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
যুক্তরাষ্ট্রে গর্ভপাত পিলের নতুন জেনেরিক অনুমোদন, রক্ষণশীলদের ক্ষোভ
গাজায় ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দায় তুরস্ক
গাজা ফ্লোটিলার ৪শ’ জনেরও বেশি কর্মী আটক : ইসরাইলি কর্মকর্তা
কানাডায় হামের প্রাদুর্ভাবে প্রথম মৃত্যু 
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ২০
শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ
বরেন্দ্রে জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য সংরক্ষণ কৃষি গুরুত্বপূর্ণ : বিশেষজ্ঞরা 
নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে কিশোর নিখোঁজ
১০