ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলের অধীনে ‘সিইটিপি সংস্কার ও উন্নয়ন এবং বিসিক ট্যানারি শিল্প নগরী, ঢাকায় এসডব্লিউএম স্থাপন’ বাস্তবায়ন না করার জন্য নীতিগতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) (ওভারফ্লো ইয়ার্ডসহ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় ছয় মাস অথবা নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত পরিচালনার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়েছে।