বহু মানুষের আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: বিএনপি মহাসচিব

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৫৬ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৮:৫৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সিলেটে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা অর্থ হস্তান্তর করেন। ছবি: বাসস

সিলেট, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, ১৬ বছরে  বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, সংগ্রামের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

তিনি বলেন, ‘এমনি এমনি হাসিনা পালিয়ে যায়নি। আমরা এমন এক ফ্যাসিস্টকে বিদায় করেছি যার হাতে মাত্র ৩৬ দিনে দুই হাজার মানুষ খুন হয়েছেন। ১৬ বছরের অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন।’

আজ সোমবার বিকেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও বিশেষ স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানে ১৩  শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননার অর্থ তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এখন কথার সময় নয়, তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারকে যেন অসহায়ত্ব অনুভব করতে না হয়, তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন সেটি নিশ্চিত করতে হবে। আমরা তাদেরকে পুনর্বাসন করতে চাই।
বিএনপি মহাসচিব সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চান। সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আমরা একটি অংশগ্রহণমূলক, অর্থবহ নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, এম. এ. মালেক ও ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
১০