পাউবোর অতিরিক্ত মহাপরিচালক পদে যোগদান করেছেন রফিকুল ইসলাম চৌবে

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮

ঢাকা, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : প্রকৌশলী মো. রফিকুল ইসলাম চৌবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পদে যোগদান করেছেন।

তিনি ১১ ফেব্রুয়ারী এই পদে যোগদান করেন। এর আগে তিনি প্রধান প্রকৌশলী (পুর) মনিটরিং হিসেবে কর্মরত ছিলেন।

পাউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

প্রকৌশলী রফিকুল ইসলাম চৌবে ১৯৯১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন।

পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি কর্মকালীন সময়ে বিশ্ব ব্যাংক ও এডিবি’র সাহায্যপুষ্ট প্রকল্পসহ বোর্ডের পরিকল্পনা, নকশা ও মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩১ বছরের বেশি চাকরিকালীন তিনি আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও ভিয়েতনামে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বোর্ডের কর্মকাণ্ডে অত্যন্ত সাফল্যের সাথে প্রয়োগ করেন।

তিনি ১৯৬৭ সালে পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর আজীবন সদস্য এবং বুয়েট গ্রাজুয়েট ক্লাব, ঢাকা’র সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০