উত্তরায় ছাত্রদলের পক্ষ থেকে সেহরি বিতরণ

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৪৮
উত্তরায় বিভিন্ন স্থানে ছাত্রদলের পক্ষ থেকে সেহরি বিতরণ। ছবি : বাসস

ঢাকা (উত্তর), ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : উত্তরায় বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারীসহ সর্বস্তরের মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সেহরি বিতরণ করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুবেলের উদ্যোগে এই সেহরির খাবার বিতরণ করা হয়।

শনিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত তারা সেহরির খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মো. মোস্তফা জামান। 

তিনি বাসস-কে বলেন, ‘ছাত্রদলের এ সকল কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর বিএনপি উত্তরার বিভিন্ন স্থানে প্রতিদিন দুই হাজার মানুষকে সেহরি ও ইফতার বিতরণ করে আসছে।’

পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল।

এ সময় তিনি বলেন, ‘রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০