গাইবান্ধা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি’র (এনসিপি) নেতৃবৃন্দ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
সাদুল্লাপুর উপজেলা এনসিপি’র সংগঠক এ আর আতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল শেখ ও শরিফুল ইসলাম শনিবার বিকেলে শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন যাতে তারা ভালোভাবে ঈদ-উল-ফিতর উদযাপন করতে পারেন।
এসময় এ আর আতিক বলেন, ‘জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’
ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা এনসিপি’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।