জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৫৭ আপডেট: : ১৬ মার্চ ২০২৫, ১৭:২৫
ছবি : বাসস

ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ থেকে প্রতিটি শহীদ ও আহত পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ করবে ফাউন্ডেশন সদস্যরা।

আজ জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এ তথ্য জানিয়েছেন।

এ সময় ফাউন্ডেশনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইফতার ও ঈদ উপহার বিতরণ কমিটির সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন। 

তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবে আত্মদানকারী অকুতোভয় ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যাদের দুর্বার প্রতিরোধে অবসান হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের। যারা এখনো স্বৈরশাসকের পেটোয়া বাহিনীর গুলিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাই। উন্নত চিকিৎসার দাবি জানাই তাদের জন্য, যারা দুই চোখ হারিয়ে একেবারে অন্ধ কিংবা এক চোখ হারিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা ইতোমধ্যেই আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছেন এবং সে চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এই যোদ্ধাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে ফাউন্ডেশনের চিকিৎসকরা।

তিনি আরো বলেন, আমরা যারা সুস্থ আছি, ভালো আছি তারা হয়তো আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করব। কিন্তু জুলাই বিপ্লবে আমরা যাদের চিরদিনের জন্য হারিয়েছি, তারা কেউ আমার ভাই, কেউ আমার সন্তান। সেই ভাই হারা ও সন্তান হারা স্বজনদের পাশে দাঁড়াতে চায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। ভাগাভাগি করে নিতে চায় তাদের আনন্দ-বেদনা। আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি শহীদ পরিবারের কাছে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের সদস্যরা। দুর্যোগ-সংকটে ও বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, তা অব্যাহত রাখতে এই উদ্যোগ। 

জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ও বন্যা খরাসহ বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের সময় এই প্রতিষ্ঠান দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবের সময় গুলিবিদ্ধ আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিয়েছে। অতি-সম্প্রতি ফেনী এলাকায় যে ভয়াবহ বন্যা হয়ে গেল, সেখানেও বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে এই প্রতিষ্ঠান। আগামী দিনে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াবে, এই অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. মোরশেদ হাসান খান,  পরিচালক (অর্থ) অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, পরিচালক (পরিকল্পনা) ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি ও পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০