শুধু নির্বাচন নয়, সাংবিধানিক প্রতিষ্ঠানেরও সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন 

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:১৯ আপডেট: : ১৭ মার্চ ২০২৫, ২৩:৪০
সোমবার রাজধানীর পল্লবীতে ইসলাম আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিলে কথা বলেন দলটির যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্যে

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শুধু নির্বাচনের জন্য সংস্কার নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে।

তিনি বলেন, বিগত পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। এগুলোর আমূল সংস্কার না হলে নির্বাচন, সরকার গঠন, আইন ও বিচার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোটাই সম্ভব না।

আজ সোমবার বিকেলে রাজধানীর পল্লবীস্থ ৩ নং ওয়ার্ড পুরাতন স্বর্ণপট্টি লাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত  ‘বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে ও সৈয়দ রেজওয়ান হায়দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুফতী মো. মাছউদুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব নিয়াজ আহমেদ খান, পল্লবী থানা শাখার সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, মুফতি আব্দুল মান্নান আজিজ, ওমর ফারুক, আমীরুল হক, মুফতি রাশেদুল ইসলাম, আবু হানিফ, মুফতি নাছির মাহমুদ হুমায়ুন কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০