ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:১৫
স্টার সিনেপ্লেক্স। ফাইল ছবি

ঢাকা, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : গ্রাহক হয়রানির অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে সিনেমা হল স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ই-মেইলে ‘শো মোশন’ লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার মঙ্গলবার এই নোটিশ পাঠিয়েছেন। নেটিশ দাতাকে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করার দাবীতে ‘শো মোশন’ লিমিটেডকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভোক্তার মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিংয়ের ব্যর্থতার কারণেই শো মোশন লিমিটেডে সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণ তথা গ্রাহকদের হয়রানি হতে হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কিভাবে হয়রানির শিকার হয়েছেন নোটিশে তা উল্লেখ করেন ওই আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাস্থ্য কৌশল আরও জোরদার করার আহ্বান এডিবি’র
১০