ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি সংক্রান্ত অনুসরণীয় ‘প্র্যাকটিস নির্দেশনা’ জারি

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিচারপ্রার্থী পক্ষগণ, তাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি সংক্রান্ত অনুসরণীয় ‘প্র্যাকটিস নির্দেশনা’ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভুঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন) এর ০৫ ধারার ক্ষমতা বলে বাংলাদেশের প্রধান বিচারপতি নিম্নরূপ ‘প্র্যাকটিস নির্দেশনা’ জারি করলেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আদালতের নিকট স্বীয় বিবেচনায় কিংবা মামলা সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে যদি প্রতীয়মান হয় যে মামলাটি চাঞ্চল্যকর, কিংবা মামলার কোনো পক্ষ, সাক্ষী বা অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করলে বিশেষ পরিস্থিতির উদ্ভব হতে পারে অথবা মামলাটির কোনো পক্ষ, সাক্ষী বা অভিযুক্ত ব্যক্তি দূরত্ব বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালতে উপস্থিত হতে পারবেন না, সেক্ষেত্রে উক্ত আদালত মামলার যে-কোনো পর্যায়ের যে-কোনো কার্যক্রম (যেসব ক্ষেত্রে আদালতের দৃষ্টিতে কারো শারীরিক উপস্থিতি আবশ্যক এমন পর্যায় ব্যতীত) অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের নির্দেশনা প্রদান করবেন।’

প্র্যাকটিস নির্দেশনায় বলা হয়,  ‘অডিও-ভিডিও কনফারেন্সিং এর জন্য আদালতের ক্ষেত্রে প্রযোজ্য বিধিগুলি সাক্ষ্য রেকর্ড করার সময়ে আদালত কর্তৃক নিযুক্ত কমিশনার এবং অনুসন্ধানকারী বিচারক এর ক্ষেত্রে ও প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে।’

ভার্চুয়াল সাক্ষ্যের প্রস্তুতিমূলক ব্যবস্থা বিষয়ে বলা হয়েছে, ‘আদালত প্রান্তে একজন এবং দূরবর্তী প্রান্তে একজন সমন্বয়কারী থাকবেন। আদালত প্রান্তে আদালত নিজে অথবা আদালত কর্তৃক মনোনীত একজন সমন্বয়কারী থাকবেন।’
এতে আরো বলা হয়, ‘আদালত কর্তৃক মামলার কার্যক্রম অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হলে আদালত অডিও-ভিডিও কনফারেন্স-এর সময়সূচী নির্ধারণ করবেন।’

নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘আদালত অডিও-ভিডিও কনফারেন্সিং এর সময়সূচী নির্ধারণ করে নোটিশ দেবেন এবং উপযুক্ত ক্ষেত্রে দূরবর্তী প্রান্তের সমন্বয়কারীর অফিশিয়াল ইমেইল একাউন্টে মামলার কাগজ পত্রের প্রয়োজনীয় অংশের স্ক্যানকপি পূর্বেই প্রেরণ করবেন।’

ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি সংক্রান্ত অনুসরণীয় ‘প্র্যাকটিস নির্দেশনা’ সংক্রান্ত সুপ্রিম কোর্ট কর্তৃক ২০২৩ সালের গত ২০ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। নতুন জারিকৃত ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি সংক্রান্ত অনুসরণীয় ‘প্র্যাকটিস নির্দেশনার’ বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
১০