সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজারের বেশি হজযাত্রী

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৫:১৫
ফাইল ছবি

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত ৭৯ হাজার ১৫৮ জন সৌদি আরব পৌঁছেছেন। গত ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে এ পর্যন্ত ২০৪টি উড়োজাহাজে তারা গন্তব্যে পৌঁছেছেন। সর্বশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়বে ৩১ মে।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বাসস’কে জানান, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজ পালন করবেন। তাঁদের মধ্যে ৫ হাজার ২শ’ জন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায়, অন্যদিকে ৮১ হাজার ৯শ’ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

তিনি জানান, শুক্রবার জেদ্দার উদ্দেশ্যে মোট আটটি ফ্লাইটে সৌদি গেছেন বা যাবেন ২ হাজার ৮৮৬ জন হজযাত্রী। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে ১ হাজার ২৫৭ জন, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪০৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ১ হাজার ২২৪ জন হজযাত্রী রয়েছেন।
সর্বশেষ হজ ফ্লাইটটি ৩১ মে সৌদি আরব পৌঁছাবে।

পরিচালক আরো জানান, ধর্ম মন্ত্রণালয় নিয়মিত হজ বুলেটিন প্রকাশ করছে। সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, সৌদি পৌঁছানোর পর গত কয়েক দিনে বার্ধক্য ও শারীরিক অসুস্থতায় ১২ জন হজযাত্রী মারা গেছেন।

এ বছর হজ ফ্লাইট পরিচালনায় তিনটি এয়ারলাইন্স দায়িত্ব পালন করছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি ফ্লাইটে ৩৯ হাজার ৪১৬ জন হজযাত্রী বহন করেছে। সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইটে নিয়েছে ২৮ হাজার ২৪২ জন। 

রিয়াদভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ২৭টি ফ্লাইটে সৌদি পৌঁছে দিয়েছে ১১ হাজার হজযাত্রীকে।

হজ অফিসের বুলেটিনে জানানো হয়েছে, এভিয়েশন পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদি এয়ারলাইন্স ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

বাকি ৭ হাজার ৭৯৯ জন হজযাত্রী ৩১ মে’র মধ্যে সৌদি পৌঁছাবেন।

উল্লেখ্য, প্রথম হজ ফ্লাইটটি ৩৯৮ জন হজযাত্রী নিয়ে ২৯ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে যায়।

হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে। ফিরতি ফ্লাইট আসা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০