ভারতে ঝুলিয়ে পেটানোর ভিডিও বাংলাদেশের বলে প্রচার: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:১১

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস): ভারতের একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) কর্তৃক পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ‘সম্প্রতি ফেসবুকে ৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে এক ব্যক্তিকে ঝুলিয়ে পেটাতে দেখা যায়। ভিডিওটি বিভিন্ন বিভ্রান্তিকর ক্যাপশনে শেয়ার করা হচ্ছে, যেখানে এটিকে বাংলাদেশের ঘটনা বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে।’

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়; বরং ভারতের। 

ফ্যাক্টওয়াচ আরো জানায়, দেশি-বিদেশি কিছু মহল পরিকল্পিতভাবে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে বলেও প্রমাণ পাওয়া গেছে। শুধু চলতি বছরের এপ্রিলেই যাচাই করে ২৯৬টি ভুয়া তথ্য তুলে ধরেছে তারা।

এছাড়াও, ফ্যাক্টচেক টিমের তথ্য অনুযায়ী, এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম ও ভারত-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের প্রবণতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের ঘটনাকে বাংলাদেশের দাবি করা ভুয়া ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আটক
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নেপালে ‘দুর্নীতি বন্ধের’ জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার কার্কির
চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু কাল
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ নভেম্বর
খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান
১০