ভারতে ঝুলিয়ে পেটানোর ভিডিও বাংলাদেশের বলে প্রচার: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:১১

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস): ভারতের একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) কর্তৃক পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ‘সম্প্রতি ফেসবুকে ৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে এক ব্যক্তিকে ঝুলিয়ে পেটাতে দেখা যায়। ভিডিওটি বিভিন্ন বিভ্রান্তিকর ক্যাপশনে শেয়ার করা হচ্ছে, যেখানে এটিকে বাংলাদেশের ঘটনা বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে।’

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়; বরং ভারতের। 

ফ্যাক্টওয়াচ আরো জানায়, দেশি-বিদেশি কিছু মহল পরিকল্পিতভাবে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে বলেও প্রমাণ পাওয়া গেছে। শুধু চলতি বছরের এপ্রিলেই যাচাই করে ২৯৬টি ভুয়া তথ্য তুলে ধরেছে তারা।

এছাড়াও, ফ্যাক্টচেক টিমের তথ্য অনুযায়ী, এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম ও ভারত-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের প্রবণতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০