ভারতে ঝুলিয়ে পেটানোর ভিডিও বাংলাদেশের বলে প্রচার: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:১১

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস): ভারতের একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) কর্তৃক পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ‘সম্প্রতি ফেসবুকে ৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে এক ব্যক্তিকে ঝুলিয়ে পেটাতে দেখা যায়। ভিডিওটি বিভিন্ন বিভ্রান্তিকর ক্যাপশনে শেয়ার করা হচ্ছে, যেখানে এটিকে বাংলাদেশের ঘটনা বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে।’

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়; বরং ভারতের। 

ফ্যাক্টওয়াচ আরো জানায়, দেশি-বিদেশি কিছু মহল পরিকল্পিতভাবে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে বলেও প্রমাণ পাওয়া গেছে। শুধু চলতি বছরের এপ্রিলেই যাচাই করে ২৯৬টি ভুয়া তথ্য তুলে ধরেছে তারা।

এছাড়াও, ফ্যাক্টচেক টিমের তথ্য অনুযায়ী, এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম ও ভারত-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের প্রবণতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০