বিএমইউতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২১:৩১
ছবি : বাসস

ঢাকা, ১ জুন ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের বেইজমেন্টে আয়োজিত আলোচনা সভায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) কেন্দ্রীয় কমিটির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার,  বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, বিএমইউর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ প্রমুখ।

বক্তারা জাতীয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয় সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের বঞ্চনা থেকে মুক্তি দেয়া, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএমইউর যে সকল শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। বিএমইউর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০