জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে রায় দ্রুত কার্যকর করবে ইসি : হামিদুর রহমান

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৫:৩৮ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৫:৫০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলার রায়ের কপি নিয়ে নির্বাচন কমিশনারদের সাথে জামায়াত নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

ঢাকা, ২ জুন,  ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ  এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে, এর মধ্যেই অতি দ্রুত আদালতের রায় উনারা কার্যকর করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা  উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে, বিলম্ব না করে, আদালতের যাতে দ্রুত কার্যকর এটা করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চেয়ে বড় কথা আদালত আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এটা আমাদের রাইট। এই রাইট আমরা ফিরে পেতে চাই। নির্বাচন কমিশন সেটা করবেন বলে আমরা আস্থা রাখতে চাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোববারের আপিল বিভাগের রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিল, সে অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। যেমন- ২০০৮ সালে আমি নির্বাচন করেছি দাঁড়িপাল্লা  প্রতীক নিয়ে এবং এমপি নির্বাচিত হয়েছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালে আমাদের নিবন্ধন বাতিল করার আগে প্রতীকও ছিল।
বৈঠক অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবীরা হলেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াত নেতা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির।

এর আগে, রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০