চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২১:৫২
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চাপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৩ জুন, ২০২৫ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে ৫৯ বিজিবি’র সদস্যরা ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আটককৃতরা হলো ফায়েজ (২৮), আজিম সরকার (২৫), মিম খাতুন (১৯), রুস্তুম আলী (৪৪), মোফাজ্জেল হোসেন (৩৫), রত্না আকতার নুপুর (২২), নাদিরা খাতুন (৩৭) ও দুঃখী দাস (৫৫)।

আটককৃতদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। তারা খুলনা, ঠাকুরগাঁও, রাজশাহী, নারায়ণগঞ্জ, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি জানান, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে। আটককৃতদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০