আইনজীবীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২০:৪৪
ছবি : বাসস

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন উচ্চ আদালতসহ সারাদেশের আইনজীবীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ পরিকল্পনার কথা তুলে ধরেন।

আজ মঙ্গলবার ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি আজ তার পরিকল্পনার কথা তুলে ধরেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সুপ্রিম কোর্টে আইনজীবীদের যাদের পরিবহন সংকট রয়েছে তাদের সুবিধার্থে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আইনজীবীরা যেন পেশাগত কার্যক্রম পরিচালনার আদালতে আসতে পারে সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে কয়েক হাজার আইনজীবী পেশাগত কার্যক্রমে নিয়োজিত। কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এলাকায় মেডিকেল সুবিধা নেই বললেই চলে। মৌলিক এই সমস্যা সমাধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটি স্থায়ী মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পেশাদার আইনজীবীদের সমন্বয়ে আইনজীবীদের কল্যাণে কার্যকর নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বার’র সাবেক সভাপতি এডভোকেট মো. বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ঢাকা ট্যাকসেস বার’র সাবেক সভাপতি এডভোকেট মো. আবদুল মতিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ কুমিল্লা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. শাহজাহান।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এডভোকেট জামিল আক্তার এলাহী ও এডভোকেট কামাল হোসেন প্রমুখ।

ঢাকাস্থ কুমিল্লা জেলা আইনজীবী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামীর সভাপতি হিসেবে মনোনয়ন ও নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মসিকের সড়ক বাতি  প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহী মহানগর জামায়াতের দোয়া মাহফিল
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাবির কার্জন হলে ডে-কেয়ার, নামাজরুম সংস্কারসহ ৯ দফা দাবি ছাত্রীসংস্থার
চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
১০