ভোলায় অবৈধ মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৪:৫৭

ভোলা, ৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় অবৈধ কারেন্ট জাল, অবৈধ পলিথিন, আতশবাজি এবং শুল্ক ফাঁকি দেয়া বিদেশি সিগারেট-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড-এর দক্ষিণ জোনের সদস্যরা। 

আজ শনিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।  

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা থেকে ভোলাগামী এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে তল্লাশী করে ২০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, পাঁচহাজার ৮ শ’ ৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬ শ’ শলাকা শুল্ক ফাঁকি দেয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মোট বাজার মূল্য সাতকোটি আটলাখ দুইহাজার ৩৬০ টাকা।  

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত কারেন্ট জাল ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের ভোলা কার্যালয়, অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টমস এবং আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে বিজিবি’র প্রচেষ্টায় দেশে ফিরেছে গুলিবিদ্ধ যুবকের মরদেহ
চট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মা ও ছেলে গ্রেপ্তার
পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা
আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য : তারেক রহমান
হালাল পণ্যের বাজার ও  উৎপাদনে অনুসরণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক 
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩,৬২২ মামলা
জেলা মডেল মসজিদ নির্মাণে বান্দরবানের মর্যাদা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে : ধর্ম বিষয়ক উপদেষ্টা
শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে : নজরুল ইসলাম খান
আন্দোলনে সরাসরি অংশ নিতে প্রতিবার বাসা থেকে বের হওয়ার সময় ভাবতাম আর ফিরতে পারব না : সিনথিয়া
১০