সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:৩৩ আপডেট: : ০৫ জুলাই ২০২৫, ১৫:৪৪
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা । ফাইল ছবি

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা আজ শনিবার ইন্তেকাল করেছেন। তিনি আজ সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামসুল হুদা শ্যালক আশফাক কাদেরী বাসসকে বলেন, তিনি সকাল ৯টায় বাসায় মৃত্যুবরণ করেন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ  ইউনাইটেড হাসপাতালে রয়েছে।

তিনি জানান, রাজধানীর বনানীর কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে।

ড. এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তার কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

আজ শনিবার নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক শোক বার্তায় বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী তার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্লাব কাপের সেমিফাইনালে চেলসি ও ফ্লুমিনেন্স
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ৭০ হাজার একর এলাকায়
পারভেজ-হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান
নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
গত ১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে : প্রেস সচিব
ময়মনসিংহে সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত
বড়লেখায় ১০ জনকে পুশইন করেছে বিএসএফ 
যশোরে কৃষকদের মধ্যে তুলা বীজ বিতরণ 
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত
আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল
১০