সিলেট, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আগামী সোমবার সিলেটে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হবে।
এতে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এই তথ্য জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে এই দোয়া মাহফিল ও জনসভার আয়োজন।
সভায় বিএনপির মহাসচিব ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম-সম্পাদক খায়রুল কবির খোকন থাকার কথা রয়েছে।
চেয়ারপার্সন ল’ উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের পর জনসভাও রয়েছে। আমি বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা সম্মতি দিয়েছেন।
এম এ মালিক বলেন, ‘সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। সিলেট ও সিলেটের মানুষের প্রতি বেগম জিয়ার অন্যরকম টান ও শ্রদ্ধা রয়েছে। সেই টান থেকে তিনি আমাকে বলেছেন লন্ডনে না গিয়ে দেশে থেকে মানুষের সেবা করতে। মানুষের সেবার জন্য দেশে রয়েছি।'
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের যন্ত্রণায় প্রবাসীরা দেশে আসতে পারেননি। এমনকি আমি আমার মায়ের লাশ নিয়ে দেশে আসতে পারিনি। স্বৈরাচারের পতন হওয়ায় প্রবাসীরা এখন স্বস্তির সঙ্গে দেশে আসছেন। দলের শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দলের সবপর্যায়ে নতুন করে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরইমধ্যে শীর্ষ নেতাদের স্বাগত জানাতে চলছে প্রস্তুতি।