শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না: কুমিল্লায় শফিকুর রহমান

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৬:৩০
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য দেন। ছবি: বাসস

কুমিল্লা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন-শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না।

আজ (শনিবার) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’

তিনি জামায়াতের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে জানিয়ে বলেন, আমরা যেনতেন নির্বাচন চাই না, সুষ্ঠু নির্বাচন চাই। আগামীতে যে কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পথসভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা পথসভায় বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন,মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ বগুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল,কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।

উল্লেখ্য, ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশগ্রহণ করেন ডা. শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন  
১০