শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে : নজরুল ইসলাম খান

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৭:২৮
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শ্রমিকনেতা নজরুল ইসলাম খান। ফাইল ছবি

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শ্রমিকনেতা নজরুল ইসলাম খান দেশের বিদ্যমান শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শ্রম আইন মোতাবেক সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে। বাংলাদেশের শ্রমিকের ২০-২৫ ভাগ শ্রমিকও নিয়োগপত্র পায় না। তাদের কাজের শর্তাবলি নেই, ছুটিসহ অন্যান্য সুবিধা নেই, যা শ্রম আইনে বলা আছে। তাই এগুলো নিশ্চিত করতে হবে।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ কতটুকু সুরক্ষা দেয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশের নারী, শিশু, যুবক, শ্রমিক সবার জন্য আইন আছে। কিন্তু তারা কি আইনের বিষয়ে কিছু জানেন, বোঝেন বা সুফল ভোগ করতে পারেন? প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন তাদের উচিত সবাইকে আইন বুঝিয়ে দেওয়া, আইনের সুফল বোঝানো। আর যদি তা না করা হয়, সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে।

বিএনপির সিনিয়র এই নেত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অস্পষ্টতার সমালোচনা করে বলেন, যা-যা পরিবর্তন করা প্রয়োজন ছিল, সেটা এই অধ্যাদেশের মাধ্যমে অর্জিত হয়নি। এই অধ্যাদেশে অতীতে যারা শাস্তি পেয়েছেন, তারা মুক্তি পাবেন। কিন্তু ঘুরেফিরে ওই একই বিধান আরেক জায়গায় রাখা হয়েছে, যাতে একই অভিযোগে গ্রেফতার করে শাস্তি দেওয়া যাবে। এর চেয়ে বড় অযৌক্তিক বিষয় আর কী হতে পারে।

সেমিনারে সমাপনি বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৩৫ ধারার বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব ভায়োলেন্সের সমালোচনা করেন। 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হুসাইন প্রমুখ সেমিনারে বক্তব্য দেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
বোমারু বিমান ও ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন ট্রাম্প
নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু
দেশ গঠনে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকতে হবে : শিমুল বিশ্বাস
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু
ঘোষণাপত্রে অবহেলিত জয়পুরহাটের কথাও থাকবে : নাহিদ ইসলাম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯৪ জন
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের বিরুদ্ধে মামলার পরামর্শ আদালতের
এক বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ
বাণিজ্য শুল্ক নিয়ে সোমবার ১২টি চিঠি পাঠাতে পারেন ট্রাম্প
১০