ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেছেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই বাংলাদেশকে জনগণের রাষ্ট্রে পরিণত করতে হবে।
তিনি আজ সিরাজগঞ্জে পৌর ভাসানী মিলনায়তনে দলের জেলা শাখার উদ্যোগে নতুন সংগঠকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আনোয়ার সাদাত টুটুল বলেন, একটি গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোকে দেশ গঠনে মনোযোগী হতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিল, সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না।
তিনি আরও বলেন, পুরনো রাজনৈতিক দল দেশের মৌলিক পরিবর্তন, জনগণের অধিকার বিবেচনায় না নিয়ে ব্যক্তিগত লাভের চিন্তা করছে। নতুন দলগুলোও পুরনোদের অনুসরণ করলে চলবে না। দেশের মানুষ সবকিছু ভুলে নতুন বাংলাদেশ দেখতে চায়।
সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, জেলা কমিটির সাব্বির আহমেদ, শাহ আলম, শাহজাদপুর উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা আহ্বায়ক আবদুল মান্নান, এনায়েতপুর থানা আহ্বায়ক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোবারক সরকার, ছাত্রনেতা লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সিরাজগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নতুন যোগদান করা সংগঠকরা উপস্থিত ছিলেন।