সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:০০
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

সাতক্ষীরা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শনিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল যোগী বাড়ি নামক স্থান এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল দক্ষিণ পাড়া মাঠ নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপি’র আভিযানে কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির আভিযানে শ্মম্বান ঘাট থেকে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির আভিযানে কেড়াগাছি ও চারাবাড়ি হতে ভারতীয় ওষুধ, চান্দুরিয়া বিওপির আভিযানে চান্দুরিয়া মাঠ থেকে ভারতীয় ওষুধ, পদ্মশাখরা বিওপি’র আভিযানে দাসপাড়া থেকে ভারতীয় ওষুধ, হিজলদী বিওপির আভিযানে বড়ালী আমবাগান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লক্ষ ৩৮ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০