বৈদেশিক মুদ্রা ডাকাতি : গ্রেফতার পাঁচ জন রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৩৪

ঢাকা, ৫ জুলাই,  ২০২৫ (বাসস) :  রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৫ সদস্যর বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

অপর দিকে মো. আরিয়ানকে (২০) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমারে  আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় উপ-পরিদর্শক রুহুল আমিন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আর আরিয়ানের আইনজীবী শিশু দাবি করে জামিন শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন পাঁচ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড ও আরিয়ানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিদের মধ্যে মো. আবদুল্লাহ আল মামুন (২৫), মো. জাহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৬), মো. জয় হাসান (২৩) ও মো. বিজয়ের (২০) তিন দিনের রিমান্ড ও মো. সাব্বির হোসেনের (২২) চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত চার দিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।

জানা গেছে, গত ১ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন  
১০