ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল হওয়া মোশারফ হোসেন ওরফে আলভিসহ (২৩) ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া মো. আকাশ হাওলাদার নামে এক শিশুকে কিশোর সংশোধনাগারে পাঠানো দেওয়া হয়েছে।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন, মো. হৃদয় (৩১) ও মো. ইলিয়াস হাজী (২০)।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত আলভিসহ তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে এই মামলায় মো. আকাশ হাওলাদার নামে একজন শিশু হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে আটক রাখার আবেদন করেন একই তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।
এর আগে, গত ৪ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি অভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় এই চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি দেশীয় সামুরাই অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।