জমি দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট : হাফিজ ইব্রাহিম

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৩:৫৩
বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ জুলাই ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানানো অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন ভোলার বোরহানউদ্দিন-দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। রোববার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে এ দাবি জানান তিনি।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে সেলিম নামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেন এক ব্যক্তি। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের হাফিজ ইব্রাহিম বলেন, সংবাদটি প্রকাশ হওয়ার পর আমার নজরে এলে মনোযোগ দিয়ে শুনি। সেলিম নামে যে ব্যক্তি আমার নামে জমি দখলের অভিযোগ দিয়েছেন, তিনি আমার নির্বাচনী এলাকার বাসিন্দাই নন। খবর নিয়ে জেনেছি, তিনি ভোলা সদর-১ আসনের। তার বাড়ি সাবেক বিএনপি এমপি ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাড়ির পাশে।

তিনি বলেন, জানতে পেরেছি, সেলিমের সঙ্গে তার আপন ভাতিজি জামাইয়ের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। প্রতিপক্ষ তাকে হুমকি ধামকি দিয়ে থাকতে পারে। এমনকি বিষয়টি নিয়ে ভোলা সদর থানায় মামলাও চলছে।

হাফিজ ইব্রাহিম আরো বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পতিত সরকারের পলাতক ও কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সরকার অস্থিতিশীলতা সম্পর্কে সজাগ রয়েছে। ভোলায় আমরাও সজাগ আছি। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমাদের আনা পরিবর্তন অনিয়মকারীদের স্বার্থে আঘাত হেনেছে: ফয়েজ আহমদ তৈয়্যব
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা টিকে আছে, তাদের বিচার করতে হবে : নাহিদ ইসলাম
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বাংলাদেশ আম্পায়ার সৈকতের প্রশংসায় ভোগলে
আগামী জানুয়ারি থেকে সকল ব্যাংকে আরবিএস ব্যবস্থা চালু হবে : কেন্দ্রীয় ব্যাংক
পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা রাশিয়ার সাবেক মন্ত্রীর: তদন্ত কমিটি
দোহায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে ইসরাইল-হামাস
রাজধানীতে ‘শহীদ আনাস সড়ক’ ও ‘শহীদ জুনায়েদ চত্বর’ উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা
‘ইসরাইল আমাকে হত্যার চেষ্টা করেছিল’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
১০