সাবেক সিইসি শামসুল হুদার জানাযা বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৪:০৮
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। ফাইল ছবি

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার জানাযা আজ সোমবার বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এছাড়া আজ বাদ আসর বিকাল ৫টায় গুলশান সোসাইটির লেক পার্কে এ টি এম শামসুল হুদার প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ বিষয়ে গুলশান সোসাইটির এক শোক সংবাদে বলা হয়েছে, গুলশান সোসাইটির তিন বার নির্বাচিত প্রেসিডেন্ট এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সোমবার বাদ আসর (বিকাল ৫টা) গুলশান সোসাইটি লেক পার্কে তার প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে।

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা গত ৫ জুলাই শনিবার সকালে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. এ টি এম. শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্ম গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। 

কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুল্ক আরোপের সময়সীমা ঘনিয়ে আসছে, চুক্তির চাপ বাড়াচ্ছেন ট্রাম্প 
শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম
চৌদ্দগ্রামে ৩ মামলায় খালেদা জিয়াসহ বিএনপি ও জামায়াত নেতাদের অব্যাহতি
আমাদের আনা পরিবর্তন অনিয়মকারীদের স্বার্থে আঘাত হেনেছে: ফয়েজ আহমদ তৈয়্যব
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা টিকে আছে, তাদের বিচার করতে হবে : নাহিদ ইসলাম
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বাংলাদেশ আম্পায়ার সৈকতের প্রশংসায় ভোগলে
আগামী জানুয়ারি থেকে সকল ব্যাংকে আরবিএস ব্যবস্থা চালু হবে : কেন্দ্রীয় ব্যাংক
পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা রাশিয়ার সাবেক মন্ত্রীর: তদন্ত কমিটি
১০