সমন্বিত খামার করে দিন বদলের স্বপ্ন দেখছেন কলেজ ছাত্র রাকিবুল

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৪:২৯ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৫:৫৬
কৃষি পরিবারের সন্তান রাকিবুল পড়াশোনার পাশাপাশি কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দুই একর জমিতে সমন্বিত খামার করে তুলেছেন। ছবি : বাসস

।। শফিকুল ইসলাম বেবু ।।

কুড়িগ্রাম, ৭ জুলাই ২০২৫ (বাসস) : পড়াশোনার পাশাপাশি সমন্বিত খামার করে দিন বদলের স্বপ্ন দেখছেন কলেজ ছাত্র রাকিবুল। 

কৃষি পরিবারের সন্তান রাকিবুল পড়াশোনার পাশাপাশি কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দুই একর জমিতে সমন্বিত খামার করে সফল হয়েছেন। এর মধ্যে পঞ্চাশ শতাংশ জমিতে উন্নত জাতের ‘তাইওয়ান কিং’ জাতের পেঁপে আবাদ করে উচ্চ ফলন পাওয়ায় অধিক মুনাফা লাভের স্বপ্ন দেখছেন। 

সমন্বিত খামারের উদ্যোক্তা রাকিবুল ইসলাম (২১) রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের পুত্র। তিনি সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের স্নাতক (পাশ) দ্বিতীয় বর্ষের ছাত্র। 

রাকিবুল জানান, ‘তাইওয়ান কিং’ জাতের পাঁচ শতাধিক গাছের বাগান থেকে দশ থেকে বার হাজার কেজি পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এই সমন্বিত খামারে আরো আছে হাঁস,পুকুরে মাছ, পুকুর পাড়ে সবজি ও সুপারির চারা। এছাড়াও পিতা-পুত্র যৌথ শ্রমে উৎপাদন করছেন জৈব সার।

বাসসের সাথে আলাপকালে রাকিবুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)’র সহযোগিতায় দুই একর জমিতে সমন্বিত খামার তৈরি করেছি। এর মধ্যে পঞ্চাশ শতাংশ জমিতে পাঁচ শতাধিক তাই ওয়ান কিং পেঁপের চারা পাঁচ মাস আগে রোপণ করেছি। উপজেলা কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় উপ-সহকারী কর্মকর্তা সোহানার তত্ত্বাবধানে প্রায় পাঁচ মাস ধরে নিবিড় পরিচর্যায় গড়ে  তোলা এই বাগান থেকে পেঁপে তুলতে শুরু করেছি।

তিনি বলেন, প্রতিটি গাছ থেকে কমপক্ষে ২০ থেকে ৩০ কেজি পেঁপে তুলতে পারব বলে আশা করছি। এছাড়াও পুকুর পাড়ে মালচিং পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজি রোপণ করেছি। সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার সুপারির চারা আছে। দেড় শতাধিক দেশী হাঁসের খামার এবং পঁচাত্তর শতাংশ জায়গা জুড়ে পুকুরে কয়েক জাতের মাছ চাষ করেছি।

রাকিব বলেন, এই সমন্বিত খামারে সব মিলিয়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। বাগানের পেঁপে, পুকুরের মাছ, খামারের হাঁস এবং সুপারির চারা বাজারজাত করলে কমপক্ষে ৬ থেকে ৯ লাখ টাকা আয় হবে বলে আশা করছি।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. সাইফুন্নাহার সাথী বাসসকে বলেন, এসএসিপির সহযোগিতায় ৩০জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের থেকে যুব মডেল বাস্তবায়নের জন্য আমরা রাকিবুল ইসলামকে সমন্বিত খামার করতে উদ্বুদ্ধ ও সহযোগিতা করি। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএসিপির  বিভাগীয় কর্মকর্তা কৃষিবিদ ড.নজরুল ইসলাম বলেন, খামারি যুবাদের দিয়ে ইনডিভিজুয়ালি মডেল পেঁপে বাগান করা হয়েছে। রাকিবুলের বাগানে পাঁচ শতাধিক তাইওয়ান কিং পেঁপে চারাগাছ রোপণ করা হয়েছে। প্রতিটি গাছ থেকে বিশ থেকে তিরিশ কেজি পেঁপে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 

তিনি বলেন, রাকিবুল ইসলাম উদ্বুদ্ধ হয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেছে। নিজস্ব খামারে তৈরি কেঁচো সার নিজের জমিতে ব্যবহারের পাশাপাশি বিক্রি করতে পারবেন। আমরা তাকে সমন্বিত খামার গড়ার জন্য উদ্বুদ্ধ করেছি। রাকিব পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁসের খামার করেছেন। পুকুর পাড়ে কয়েক হাজার সুপারির চারা লাগিয়েছেন।

ড. নজরুল বলেন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে রাকিবুলকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি রাকিবুলের মডেল দেখে অন্যান্য কৃষকরাও সমন্বিত খামার করতে উদ্বুদ্ধ হবে। এতে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, অন্যদিকে দেশে পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ব্রেভিসের রেকর্ড ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান 
১০