রাজধানীর কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণ মামলায় রাজুর যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৬:৪৮
আসামি মো. রাজু মিয়া। ছবি : বাসস

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. রাজু মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আসামি মো. রাজু মিয়া (২৮) ঢাকার কামরাঙ্গীরচরের রূপনগরের মৃত সুলতান মিয়ার ছেলে।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জানুয়ারি  ১১ বছর বয়সী ভিকটিমকে প্রতিবেশী মো. রাজু মিয়া ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর ১৫ জানুয়ারি পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করেন আসামি। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে ধর্ষণের হুমকি দেয় আসামি। এ ঘটনায় ২৫ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১০ মে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক মোস্তাকিম কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে মোট আটজন আদালতে সাক্ষী দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনবিআর চেয়ারম্যানের ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন 
শুল্ক আরোপের সময়সীমা ঘনিয়ে আসছে, চুক্তির চাপ বাড়াচ্ছেন ট্রাম্প 
শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম
চৌদ্দগ্রামে ৩ মামলায় খালেদা জিয়াসহ বিএনপি ও জামায়াত নেতাদের অব্যাহতি
আমাদের আনা পরিবর্তন অনিয়মকারীদের স্বার্থে আঘাত হেনেছে: ফয়েজ আহমদ তৈয়্যব
রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা টিকে আছে, তাদের বিচার করতে হবে : নাহিদ ইসলাম
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বাংলাদেশ আম্পায়ার সৈকতের প্রশংসায় ভোগলে
আগামী জানুয়ারি থেকে সকল ব্যাংকে আরবিএস ব্যবস্থা চালু হবে : কেন্দ্রীয় ব্যাংক
১০