রাজনৈতিক সমর্থন নিয়ে মাফিয়া ব্যবসায়ীরা টিকে আছে, তাদের বিচার করতে হবে : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:১৪ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ২১:৩৬
সিরাজগঞ্জে জুলাই পদযাত্রায় স্থানীয় শহীদ মিনারে বক্তব্য দেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ৭ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বসুন্ধরা, এস আলম গ্রুপ এ দেশের মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে। রাজনৈতিক সমর্থন ছাড়া এসব মাফিয়া ব্যবসায়ীরা টিকে থাকতে পারে না। এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপি আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক কর্মসূচির সপ্তম দিনে আজ সোমবার সিরাজগঞ্জ পৌঁছালে স্থানীয় শহীদ মিনার এলাকায় পথসভায় নাহিদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, জনগণের টাকা লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে, বসুন্ধরা গ্রুপের বিচার চাই। দুর্নীতিবাজ বসুন্ধরা, এস আলম গ্রুপকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা এখনও জনগণের বিরুদ্ধে, গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলে কীভাবে।

নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি তার বাস্তবায়ন এখনো দেখছি না। বরং আমরা দেখছি, জুলাই ঘোষণাপত্র নিয়েও টালবাহানা হচ্ছে৷

নাহিদ বলেন, আমরা তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখি। আমরা স্বৈরাচার হাসিনার সাথে আপস করিনি। জুলাই গণ-অভ্যুত্থানের পরে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আমরা হাসিনার ভয়ের সংস্কৃতির নাগপাশ ছিন্ন করে গণ-অভ্যুত্থান করেছি। যারা আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা ভুল করছে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এনসিপির এ মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০